ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৬.২৫) পর্ব ১: সিঁদুর-সংঘাতের আঁচে উত্তাল বিধানসভা।শুভেন্দুকে আক্রমণ মমতার
Ghanta Khanek Sange Suman: সিঁদুর-সংঘাতের আঁচে এবার উত্তাল বিধানসভা। 'সেনার শৌর্য-প্রস্তাবে কেন নেই অপারেশন সিঁদুরের নামের উল্লেখ?' প্রশ্ন বিজেপির। 'আপনি দেশের লজ্জা, আপনি মিথ্যে কথা বলেন, অসভ্যতা করেন,' বিরোধী দলনেতাকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'আপনি পাকিস্তানের হয়ে কথা বলছেন,' মুখ্যমন্ত্রীকে বললেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বহিরাগত-তত্ত্ব খারিজ পুলিশেরই চার্জশিটে। সামশেরগঞ্জ-হত্যাকাণ্ডে পুলিশের চার্জশিটে ১৩ অভিযুক্তই সামশেরগঞ্জের বাসিন্দা। 'এই অভিযোগে তদন্তের প্রয়োজন নেই,' DSO-SFI নেত্রীর নির্যাতন মামলায় হাইকোর্টে বললেন AG। এদিকে অভিযুক্ত মহিলা থানার OC ও SI-কে সরাল পুলিশ। আর জি কর-কাণ্ডে কোর্টে চতুর্থ স্টেটাস রিপোর্ট CBI-এর, তদন্তে ক্ষুব্ধ পরিবার।
পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার নিন্দা ও তারপর ভারতীয় সেনাবাহিনী যেভাবে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে, তাকে সম্মান জানাতে আজ বিধানসভায় প্রস্তাব পেশ করল সরকার। আর তা নিয়েই চরম বাগযুদ্ধে জড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বললেন, "আপনি বড্ড বাজে কথা বলেন।
আপনি ভীষণ মিথ্যে কথা বলেন। এমন বিরোধী দলনেতা কোথাও দেখিনি।" বলেন, "বিজেপি হাম্পিং ডাম্পিং লায়ারদের দল।" এই মন্তব্যের পরেই তুমুল হট্টগোল বেঁধে যায়। পরে বিধানসভার বাইরে এসে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ শাণান শুভেনদু অধিকারী। বলেন, "আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালা, নর্দমার পাশে থেকে থেকে ওঁর আচার আচরণ, মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে।" দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে শুভেনদু অধিকারীর করা পাকিস্তান মন্তব্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল।





























