Ghantakhanek Sange Suman(১৯.১১.২০২৫) পর্ব ১: SIR-এর চাপে খালি হচ্ছে বহু এলাকা, ভিড় বাড়ছে সীমান্তে! | ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman: SIR-এর চাপে খালি হচ্ছে বহু এলাকা, ভিড় বাড়ছে সীমান্তে! কেউ দেন ভোট, কেউ পান লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও! স্বরূপনগর সীমান্তে অনুপ্রবেশকারীদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। ভারতীয়র ছবি জাল, ভোটার কার্ড বাংলাদেশির! এবিপি আনন্দর বিশেষ রিপোর্ট। মেমারির পর মালবাজার, ফের SIR-চাপে BLO আত্মহত্যার অভিযোগ। 'অপরিকল্পিত অভিযান বন্ধ করুন', SIR নিয়ে ফের কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর । 'দাগিদের নিয়ে সিদ্ধান্ত নিন', SSC-কে সুপ্রিম-নির্দেশ মনে করাল হাইকোর্ট। পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদের পর জামিন পেলেন কল্যাণময়। সপ্তমে সংঘাত, এবার রাজ্যপালের পাল্টা থানায় গেলেন কল্যাণও।
আরও খবর....
হাজরা মোড়ে প্রাণি সম্পদ বিকাশ দফতরের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড ভেঙে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা পুলিশের বাধা, ধস্তাধস্তি, হাজরা মোড়ে ধুন্ধুমার, আটক একাধিক বিক্ষোভকারী, চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের তুলে নিয়ে গেল পুলিশ
বনগাঁয় ৬ জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। ১ তৃণমূলের কাউন্সিলরের বাড়ির সামনে গুলি চালানোরও অভিযোগ। গতকাল রাতে পুরসভার ২ , ৯, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে হামলা। বাড়ির সামনে গুলি চলেছে, অভিযোগ ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। হামলার অভিযোগ ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরেরও। গতকালই বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। সেই অনাস্থা প্রস্তাবে সই করেননি বনগাঁ পুরসভার এই ৬ তৃণমূল কাউন্সিলর। হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।





























