ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.০৯.২০): শর্বরী দত্তের রহস্যমৃত্যু। ইমরান-গাওস্কর-কপিল থেকে অভিষেক-ঐশ্বর্যর বিয়ে, পুরুষ-ফ্যাশনে নতুন দিগন্ত। শিল্পীর মুখেই জীবনের গল্প।
শর্বরী দত্তের রহস্যমৃত্যু। ইমরান-গাওস্কর-কপিল থেকে অভিষেক-ঐশ্বর্যর বিয়ে, পুরুষ-ফ্যাশনে নতুন দিগন্ত। শিল্পীর মুখেই জীবনের গল্প।
শর্বরী দত্তর গুণমুগ্ধর তালিকায় ছিলেন মকবুল ফিদা হুসেন থেকে সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর থেকে ইমরান খান পর্যন্ত। এমনকী, অভিষেক বচ্চনের বিয়ের পোশাকের জন্যও শর্বরীর দ্বারস্থ হয়েছিল ঐশ্বর্যর পরিবার।
চোখের বালি’র শ্যুটিংয়ের সময়ে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তাঁর মা বৃন্দা এসেছিলেন কলকাতায়। কলকাতায় পৌঁছেই তাঁর গন্তব্য ছিল শর্বরী দত্তের ব্রড স্ট্রিটের বাড়ি। শর্বরীর সঙ্গে বাঙালি পদ পাত পেড়ে খেয়েছিলেন। সেবার স্বামীর জন্য ডিজাইনার পাঞ্জাবি কিনে নিয়ে যান তিনি।
এরপর ঋতুপর্ণ ঘোষের ছবি ‘অন্তরমহল’-এ জ্যাকি শ্রফ এবং অভিষেক বচ্চনের পোশাকের দায়িত্ব পান শর্বরী দত্ত। ছবিতে জ্যাকি ছিলেন জমিদার, অভিষেক ছিলেন মৃৎশিল্পী।
সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রসেনজিৎ-অর্পিতা, শিল্পী বিক্রম ঘোষ থেকে শুরু করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী অলকানন্দ রায়, শর্বরীর পোশাকে সেজে উঠেছেন সবাই।
শর্বরী দত্তর ডিজাইন করা শেরওয়ানি, আংরাখা, পিরান, বন্ধগলা ও কুর্তা দেশীয় ও আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় ঝড় তোলে। ২০০১ সালে পুরুষদের জন্য বিশেষ সোনার গয়না ডিজাইন করতে শুরু করেন তিনি। ছেলের সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয়ে ধাক্কা পেয়ে একসময় বেরিয়ে এসেছিলেন নিজের হাতে তৈরি করা দোকান থেকে ।