Entertainment News: ধারাবাহিক আমাদের দাদামণি-র সেজবোন রানির সঙ্গে শ্যুটিংয়ের ফাঁকে আড্ডা, কী বললেন সুচন্দ্রা?
ABP Ananda Live: ভুবনপুরের সোমেশ্বর দত্তর সেজবোন রানি। ধারাবাহিক আমাদের দাদামণি-র অন্যতম চরিত্র। রানির ভূমিকায় অভিনয় করছেন সুচন্দ্রা। অভিনয়ের পাশাপাশি ছোটবেলা থেকেই নিয়মিত গানের চর্চা করছেন তিনি। শ্যুটিংয়ের ফাঁকে আড্ডার মাঝেই এদিন রবীন্দ্রসঙ্গীত শোনালেন সুচন্দ্রা।
অপেক্ষার অবসান! ওটিটিতে মুক্তি পাচ্ছে 'সাঁইয়ারা'! কবে কোথায় দেখবেন?
১৮ জুলাই এই সিনেমা মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। আর মুক্তির পর থেকেই যেন এই সিনেমা ঝড় তুলেছিল বক্স অফিসে। নতুন নায়ক। নতুন নায়িকা। তা অবশ্য বোঝবার উপায় নেই। মিউজিক্যাল রোমান্টিক এই সিনেমা দর্শকদের মনে ঝড় তুলেছে। কোটি কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। তবে কিছু কিছু দর্শক এখনও অপেক্ষা করে রয়েছেন যে, ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে আসবেন আর সিনেমাটি দেখবেন।
কোভিডকালের পর থেকেই মানুষের মধ্যে ওটিটিতে সিনেমা দেখার প্রবণতা বেড়েছে। অনেকেই এখন প্রেক্ষাগৃহে না গিয়ে অপেক্ষা করেন যে, কবে সিনেমাটি ওটিটিতে আসবেন আর তাঁরা সিনেমাটি দেখবেন। আর এবার এল সুখবর। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করেছেন, শানু শর্মা। কে এই শানু শর্মা? শানু 'সাঁইয়ারা'-র প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর। সেই সঙ্গে দেওয়া হয়েছে মুক্তির তারিখও। সেপ্টেম্বর মাসের ১২ তারিখেই নাকি মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। তবে এই তথ্যে এখনও কোনও সিলমোহর পড়েনি।
All Shows






























