দলীয় কর্মীর কাছে তোলা চাওয়ার অভিযোগ, দিঘা থেকে গ্রেফতার বিজেপি নেতা
দলীয় কর্মীর কাছ থেকে ১০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। দিঘার হোটেল থেকে গ্রেফতার বিজেপি নেতা। ধৃত রাধারঞ্জন ওরফে রাজা গোস্বামী হাওড়ার বালি এক নম্বর ব্লকের মণ্ডল সভাপতি। বিজেপি কর্মী সৌরভ পালের অভিযোগ, তাঁর বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে ১০ লক্ষ টাকা তোলা দাবি করেন দলেরই নেতা রাজা গোস্বামী। প্রথমে ১০ হাজার টাকা দিলেও পরে টাকা দিতে অস্বীকার করেন বিজেপি কর্মী। এরপর দলবল নিয়ে মণ্ডল সভাপতি রাস্তায় চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। ২৯ অগাস্ট, বালি থানায় দলের নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই বিজেপি কর্মী। দলের সহযোগিতা না পেয়ে তিনি সমবায়মন্ত্রী অরূপ রায়ের দ্বারস্থ হন। এরপর মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করে গতকাল গভীর রাতে দিঘার হোটেল থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিজেপি নেতাকে। তাঁদের কর্মীকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে দাবি বিজেপির। সমবায়মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, বিজেপির দলের কর্মীই নালিশ করেছেন। আইন আইনের পথে চলবে। তবে সৌরভ পালের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে তিনি পুলিশকে অনুরোধ করেছেন।