Cossipore Crematorium: ইঁদুর কেটে দিয়েছে তার, দিনভর বন্ধ কাশীপুর মহাশ্মশানে সৎকারের কাজ
Cossipore Maha Shamshan: কলকাতা পুরসভার সাব রেজিস্ট্রার জানান, CESC-র তরফ থেকে যেটা জানতে পারলাম, ইঁদূর ঢুকে গিয়ে দুটো তারের মধ্য়ে ফল্ট হয়েছে।
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ইঁদুরে কেটে দিয়েছে বিদ্যুতের তার! সেই কারণে একটা গোটা দিন কাশীপুর মহাশ্মশানে সৎকারের কাজ বন্ধ রইল। কাঠ এবং ইলেকট্রিক, দিনভর বন্ধ রইল দুরকমের চুল্লিই।
কলকাতা পুরসভা সূত্রে খবর, CESC-র বিদ্যুৎ কানেকশনের যে তার, তা ইঁদুর কেটে দেওয়াতেই এই বিপত্তি। দুর্ঘটনা এড়াতে সৎকার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইলেকট্রিক চুল্লি, কাঠের চুল্লি দুটোই বন্ধ রয়েছে। ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, সন্ধে ৭টা অবধি শ্মশান বন্ধ থাকবে। ইতিমধ্যে আলাদা পোস্টার দিয়ে দেওয়া হয়েছে। রামকৃষ্ণ মহাশ্মশানে ইলেকট্রিক সাপ্লাইয়ে সমস্যার জন্য সাময়িকভাবে কাঠের চুল্লি, ইলেকট্রিক চুল্লি বন্ধ রয়েছে।
কলকাতা পুরসভার সাব রেজিস্ট্রার জানান, CESC-র তরফ থেকে যেটা জানতে পারলাম, ইঁদূর ঢুকে গিয়ে দুটো তারের মধ্য়ে ফল্ট হয়েছে। তাই মেন লাইনের তারটা উড়ে গেছে। বন্ধ রাখা হয় কাঠের চুল্লিও। কারণ, ওপরে যে ধোঁয়া টানার মেশিন, সেটাও চলছে না।
আরও পড়ুন, ইসকন সম্পর্কে হুমকি, 'এমন জঙ্গি ইসকনকে দেশছাড়া করা আমাদের কাছে হাতের ময়লা’!
এদিকে এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, 'ইদুর তো এখানে তার কাটছে। গোটা রাজ্যটাই তো তারকাটায় ভরে গিয়েছে।' এই প্রেক্ষাপটে বুধবার মৃতদেহ সৎকারের জন্য পার্শ্ববর্তী অন্য শ্মশানে নিয়ে যেতে হয়, বেশ কিছুটা ভোগান্তিও পোহাতে হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে