এক্সপ্লোর
পাচারের সময় উদ্ধার কোটি টাকা মূল্যের হাতির দাঁত ও গন্ডারের শিং, গ্রেফতার ৩
অসম থেকে সিকিমে পাচারের সময় উদ্ধার কোটি টাকা মূল্যের হাতির দাঁত ও গন্ডারের শিং। জলপাইগুড়ির মালবাজার থেকে গ্রেফতার ৩ আন্তর্জাতিক পাচারকারী। উত্তরবঙ্গ বন বিভাগের টাস্ক ফোর্সের কাছে গতকাল সকালে খবর আসে, মালবাজার এলাকা দিয়ে সিকিমে পাচার করা হবে হাতির দাঁত ও গন্ডারের শিং। গোপন সূত্রে খবর পেয়ে, মালবাজার এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর নজরদারি শুরু করে বন দফতরের টাস্ক ফোর্স। সন্ধেয় মালবাজার শহরে ঢোকার সময় দুটি গাড়িকে চিহ্নিত করা হয়। একটি গাড়ি পালিয়ে গেলেও, আরেকটি গাড়িকে আটক করে বন দফতর। গাড়ি থেকে উদ্ধার হয় হাতির দাঁত ও গন্ডারের শিং, প্রচুর ভুয়ো নথি। বন দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া হাতির দাঁত ও গন্ডারের শিঙের বাজার মূল্য কোটি টাকার ওপর। এগুলি অসমের জঙ্গল থেকে আনা হয়েছিল। ভুটান হয়ে সিকিমে পাচারের উদ্দেশ্য ছিল। তার আগেই ধরা পড়ে যায় তিন পাচারকারী। ধৃতরা আলিপুরদুয়ারের জয়গাঁ, ভুটান ও সিকিমের বাসিন্দা। এরা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে বন দফতরের অনুমান।
সমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement