Debasish Das : 'আমার মনে হয়, বিএলও-দের নিরাপত্তা অত্যন্ত প্রয়োজনীয়,' মতামত ব্রিগেডিয়ার দেবাশিস দাসের
ABP Ananda LIVE : 'SIR হলে শুধু বৈধ ভোটাররাই তালিকায় থাকবে, অবৈধরা বাদ যেতে পারে, বৈধরা তো বাদ যাবে না। আমি ব্যক্তিগতভাবে SIR চাই, ৬০ লক্ষ লোক বাদ গেলেও তো ৭ কোটি ভোটার আছে। আরও কোনও কঠিন পরিচয়পত্র হয়...হোক। কথা বলা হলে তাহলে বৈধদের কেন ভয় দেখানো হচ্ছে। রাজ্যটাই যদি না থাকে বিধায়ক, সাংসদ কে হবে? বিহারে নেপাল থেকে হাজার হাজার লোক আসে না । ধর্ম ছড়িয়া দেওয়ার জন্য অনুপ্রবেশ। BLO, AERO, দের উপর দিয়ে নির্বাচনের বৈতরনী পারের চেষ্টা চলছে, বিএলও-রা কী দোষ করেছে যে, হুমকি দেওয়া হচ্ছে ?' আমার মনে হয়, বিএলও-দের নিরাপত্তা অত্যন্ত প্রয়োজনীয়। ২ মাস সময় আছে, এটা অনেকটা সময় সংশোধনের জন্য পর্যাপ্ত সময়। আমরা চাইব প্রত্য়েকটা নাগরিককে পয়েন্ট করা হোক, যাতে ভোটের বাহানায় অবৈধ নাগরিকদের পালন যেন না করা হয়।' যুক্তি-তক্কো অনুষ্ঠানে বললেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস।
All Shows































