Jukti Takko: '২০২৬ এর বিধানসভা নির্বাচনে কে ব্যবহৃত হবেন?', যুক্তি-তক্কো অনুষ্ঠানে পার্থ ভৌমিক
ABP Ananda LIVE : তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, 'রাজনীতি আজ কানাগলির মোড়ে দাঁড়িয়েছে কি না, সেটা আগামিদিনে অতি অবশ্যই ভারতবর্ষের যাঁরা নাগরিক, যাঁরা গণতন্ত্রের অতন্দ্র প্রহরী তাঁরা নিশ্চয়ই জবাব দেবেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কে ব্যবহৃত হবেন, সেটা বাংলার মানুষ নিশ্চিতভাবে আগামীদিনে দেখতে পারবেন। যাঁরা মৌলবাদী শক্তি, এটা তাঁদের পরিকল্পনা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার করতে করতে যখন হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে, তখন জামাতরা জামাতদের ওপর অত্যাচার করছে।'
বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় পৌঁছে দিয়েছেন যাঁরা, তাঁরা হুমায়ুন কবীর নামেই পরিচিত। ছাব্বিশে মমতা বন্দ্য়োপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যদি দেখেন, পাশে হুমায়ুনদাকে ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে দেখবেন। আজকের টপিক 'ওপারের একটি ভোট আসতেই প্রাণটা ঝরল, আর এপারে মুসলিম ভোটে দড়ি টানাটানি।'
All Shows






























