Jukti Takko : 'আর জি করের ঘটনা অনাকাঙ্ক্ষিত', যুক্তি তক্কো অনুষ্ঠানে আর কী বললেন মোনালিসা মাইতি ?
ABP Ananda LIVE : 'এই বিলটির কয়েকটি দিক রয়েছ, শাসক পক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, বলা হয়েছে প্রথমে মুখ্যমন্ত্রীর নাম রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম রয়েছে তারপর মুখ্যমন্ত্রীদের নাম রয়েছে, তোমরা এত ভয় পাচ্ছো কেন ?কথাটা সত্যি , কিন্তু প্রধানমন্ত্রী চা বিক্রি করতেন, এই তথ্যটা যতটা সগৌরবে বলা হয়, প্রধানমন্ত্রী স্নাতক পাশ কোথা থেকে করেছেন? এত প্রশ্ন উঠতেই আদালত জানিয়েছে এই প্রশ্ন করা যাবে না ।আজ যদি আমার কী কী ডিগ্রি আছে তা জানতে চাইলে আমাকে পেশ করতে হবে, আমাদের পশ্চিমবঙ্গেও আমরা দেখেছি ডিগ্রি থাকলেই জ্ঞানী, ডিগ্রি না থাকলে জ্ঞানী নন। দ্বিতীয়ত, আমার মনে হয়.. গণতন্ত্রের ভোট সহজ ব্যাপার নয়।কারণ একজন দীর্ঘদিন জেল কাটিয় আসেন, তিনি দোষী হল বা না হল, তার প্রতি একটা নেতিবাচক দৃষ্টান্ত তৈরী হয়ে যায়।' যুক্তি-তক্কো অনুষ্ঠানে বললেন মোনালিসা মাইতি
All Shows






























