Jukti Takko: BJP ক্ষমতায় আসার পর থেকে হিন্দু মুসলিম বিভেদ লক্ষ্য করা যাচ্ছে : বাকিবিল্লা মোল্লা
ABP Ananda LIVE : 'বাঙালিদের কাছে হিন্দু মুসলিম বিতর্ক খুবই কষ্টের। বর্তমানে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে হিন্দু মুসলিম বিভেদ লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘু উন্নয়ন দফতরের অধীনে ৫৬০২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষা, বিজ্ঞান ও অন্যান্য বিধ্যেও শিক্ষা প্রদান করা হয়। মাদ্রাসার শিক্ষার্থীরা আজ এমবিবিএস এ চান্স পাচ্ছে , ইঞ্জিনিয়ারিং পড়ছে , বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত হয়ে দেশের নাম উজ্জ্বল করছে।' যুক্তি তক্কে মাদ্রাসা নিয়ে আর কী কী বললেন বাকিবিল্লা মোল্লা ?
Jukti Takko: কেন্দ্র এবং রাজ্য দুটি ক্ষেত্রেই দ্বিচারিতার সরকার: তিলোত্তমা মজুমদার | ABP Ananda live
'৭৫ বছর আগের প্রেক্ষাপট, আজকের প্রেক্ষাপট পুরো আলাদা, ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক অনেক পুরোনো এবং সেটা শোষণের । দেশের সব দলই রাজনীতির সঙ্গে দলকে ব্য়বহার করেছে । দেশে খুব কম নেতাই ভাবতে শিখিয়েছেন 'আগে তুমি ভারতীয়' । বৈচিত্রের মধ্যে ঐক্য যারা নষ্ট করতে চায় তারা বেকারত্ব দূর করতে পেরেছে ? কেন্দ্র এবং রাজ্য দুটি ক্ষেত্রেই দ্বিচারিতার সরকার । দেশ বিজ্ঞানের পথে এগোচ্ছে নাকি পিছোচ্ছে ? ধর্ম কেন্দ্রিক রাজনীতি ঘৃণা ছড়াতে শিখেছে', যুক্তি তক্কো অনুষ্ঠানে মন্তব্য তিলোত্তমা মজুমদারের
All Shows































