Jukti Takko (পর্ব ১): ওপারে হিন্দুু কাঁদে, মৌলবাদ সাজায় ঘুঁটি, এপারে তাই নিয়ে, রাজনীতি সেঁকে রুটি
ABP Ananda LIVE: ওপারে হিন্দুু কাঁদে, মৌলবাদ সাজায় ঘুঁটি, এপারে তাই নিয়ে, রাজনীতি সেঁকে রুটি। বক্তা- মোহিত রায়, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, ব্রিগেডিয়ার দেবাশিস দাস, বাকিবিল্লাহ মোল্লা, স্বামী পরমাত্মানন্দ, সুমন বন্দ্যোপাধ্যায়, কেয়া ঘোষ, পবিত্র সরকার।
আরও খবর,
রাজ্য কি মনে করে যে বৈধ-অবৈধ আলাদা করা সম্ভব? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। বৈধ-অবৈধ আলাদা করা সম্ভব, সর্বোচ্চ আদালতে জানাল রাজ্য। বার্থ সার্টিফিকেট থেকে মাধ্যমিক-জাল পাসপোর্ট কারবারে আরও গ্রেফতার! ৩ হাজার নথি জাল, সন্দেহ পুলিশের। কাদের হাতে ভুয়ো পাসপোর্ট, বাড়ছে সন্দেহ। নৈরাজ্যের বাংলাদেশে ফের মন্দিরে মৌলবাদীদের তাণ্ডব। তিতুমির কলেজের প্রিন্সিপাল শিপ্রা মণ্ডলকেও পদত্যাগের জন্য হুমকি দেওয়ার অভিযোগ। পাঁচ দিনে পা। কোথায় তোলাবাজিতে অভিযুক্ত বিধাননগরের তৃণমূল কাউন্সিলর? আলিপুরদুয়ারের চিলাপাতায় রিসর্টে পুলিশের তল্লাশি।
All Shows






























