ছটপুজো: সরোবর থেকে উধাও পুলিশ, ঢুকল বহিরাগতরা, শুরু পুজোর প্রস্তুতি
সরোবর থেকে উধাও পুলিশ, ঢুকল বহিরাগতরা, শুরু পুজোর প্রস্তুতি। মেনকা সিনেমা হলের উলটো দিকের গেটে সবসময়ই মোতায়েন থাকে পুলিশ। কিন্তু আশ্চর্যজনক ভাবেই আজ নেই পুলিশ। কেন নেই পুলিশ প্রহরা, পুলিশের তরফে জানানো হয়নি কিছুই। নিরাপত্তারক্ষীদের বক্তব্য, বিশাল সংখ্যক বহিরাগতকে আটকাতে অক্ষম তাঁরা।
ছটপুজো উপলক্ষে রবীন্দ্র সরোবরের কড়া নিরাপত্তা। সেই নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে সকালে মাদার ডেয়ারি ও ৩ নম্বর গেটের তালা ভাঙে বহিরাগতরা। বিনা বাধায় ছেঁড়া হয় কেএমডিএ-র নোটিস। নিরাপত্তা রক্ষীদের অভিযোগ, প্রথমে লেক গার্ডেন্স স্টেশনের দিকে রবীন্দ্র সরোবরের ৩ নম্বর গেটের তালা ভাঙে বহিরাগতরা। এরপর মাদার ডেয়ারি গেটেরও তালা ভাঙা হয়। অভিযোগ, সেখানে তখন পুলিশ ছিল না, ভিতরে ছিলেন বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী। তাঁদের সামনে তালা ভাঙার পর কেএমডিএ-র নোটিসও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ।