West Bengal News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার ঘটনা, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব কলকাতা পুলিশের
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
LIVE
![West Bengal News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার ঘটনা, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব কলকাতা পুলিশের West Bengal News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার ঘটনা, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব কলকাতা পুলিশের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/28/165d9c48446e2aa090fc38938eec48091735348461887485_original.jpg)
Background
West Bengal News Live: নন্দীগ্রামে তৃণমূলকর্মী খুন, আরও ২ বিজেপি কর্মী গ্রেফতার
নন্দীগ্রামে তৃণমূলকর্মী খুন, আরও ২ বিজেপি কর্মী গ্রেফতার। ওড়িশার হোটেল থেকে চন্দন দাস, রাজকুমার মণ্ডল গ্রেফতার। গত ৮ ডিসেম্বর সমবায় ভোট ঘিরে অশান্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। বাড়িতে ঢুকে তৃণমূলকর্মী বিষ্ণুপদ মণ্ডলকে কুপিয়ে খুন করা হয়। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগে জোড়া FIR দায়ে হয়। এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৫।
WB News Live: বাঘের পাশাপাশি হাতির আতঙ্ক বাঁকুড়ার রানিবাঁধে
বন দফতরকে কার্যত ঘোল খাইয়ে পালিয়ে বেড়াচ্ছে ওড়িশার সিমলিপাল থেকে পালানো বাঘিনী। আপাতত তার অবস্থান বাঁকুড়ার রানিবাঁধে। সেখানে এবার বাঘের পাশাপাশি হাতির আতঙ্ক। দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়ায় এসেছে প্রায় ৬২টি হাতির দল। দলমার দাঁতালদের ঠিকানা বড়জোড়ার পাবয়ার জঙ্গল। সপ্তাহ দুই আগে হাতির দল পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে বাঁকুড়ায়। বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতির দল হাজির হয়েছে বড়জোড়ার পাবয়ার জঙ্গলে। প্রায় এক সপ্তাহ ধরে সেখানেই রয়েছে হাতির দল। তাদের ওই জঙ্গলেই আটকে রাখার চেষ্টা চালাচ্ছে বন দফতর। বাঘের পাশাপাশি এবার হাতির আতঙ্ক জঙ্গলমহলের এই জেলায়।
West Bengal News Live: জঙ্গল সাফারিতে বাঘিনী, ঝাড়গ্রাম, পুুরুলিয়ার পর এবার বাঁকুড়ায় বাঘিনীর আতঙ্ক
জঙ্গল সাফারিতে বাঘিনী। ঝাড়গ্রাম, পুুরুলিয়ার পর এবার বাঁকুড়ায় বাঘিনীর আতঙ্ক। বাঘিনীর ভয়ে বাঁকুড়ার গোপালপুরে প্রাথমিক স্কুল শুনশান। ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে পালানো বাঘিনীর জঙ্গলমহল সফর চলছেই। এক জেলা থেকে আরেক জেলা, একের পর এক ফাঁদ এড়িয়ে বারবার জায়গা বদল করছে বাঘিনী। ঝাড়গ্রাম, পুরুলিয়ার পর এবার বাঁকুড়া। আজ সকালে রানিবাঁধের গোপালপুর গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘিনীর গতিবিধি টের পাওয়া গেছে। সিমলিপাল থেকে উধাও হওয়া বাঘিনীর সন্ধান প্রথম মিলেছিল ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও কাঁকড়াঝোড়ে। এরপর পুরুলিয়ার বান্দোয়ানে পালিয়ে আসে বাঘিনী। গতকাল মানবাজার ২ নম্বর ব্লকের ডাগরডি জঙ্গলে তার নড়াচড়া টের পাওয়া যায়। রাতে বন দফতরের কর্মীদের চোখে ধুলো দিয়ে জাল টপকে পালায় বাঘিনী। আজ সকালে তার ঠিকানা ছিল মানবাজার ১ নম্বর ব্লকের ধানাড়া এলাকা। বন দফতর জানায়, শুশুনিয়া হয়ে মানবাজারে আসার পথে, রাস্তার একাধিক জায়গায় বাঘিনীর পায়ের ছাপ মেলে। এর কিছুক্ষণ পরেই বাঁকুড়ার রানিবাঁধে তার হদিশ মেলে। যদিও এখনও পর্যন্ত দেখা মেলেনি বাঘিনীর।
WB News Live: রবীন্দ্র সরোবরে চলছে বেআইনি নির্মাণ ! অভিযোগে সরব লেক লাভার্স অ্যাসোসিয়েশন, বিক্ষোভে সামিল প্রাতর্ভ্রমণকারীরাও
'জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করে রবীন্দ্র সরোবরে চলছে বেআইনি নির্মাণ', অভিযোগে সরব লেক লাভার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বিক্ষোভে সামিল প্রাতর্ভ্রমণকারীরা। রবীন্দ্র সরোবরে আর্ট গ্যালারিতে সম্প্রসারণের কাজ চলছে। এর প্রতিবাদে এদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত রবীন্দ্র সরোবরে ৮ নম্বর গেটের সামনে দেখানো হয় বিক্ষোভ। এরপর যেখানে নির্মাণকাজ চলছে, সেখানে গিয়ে বৃক্ষ রোপণ করেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবরে নির্মাণকাজ বেআইনি। এর বিরোধিতা করে তাঁরা গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছে লেক লাভার্স অ্যাসোসিয়েশন।
West Bengal News Live: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার ঘটনা, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব কলকাতা পুলিশের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার ঘটনা। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব কলকাতা পুলিশের। তলব করল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। ৩ দিনের মধ্যে থানা হাজিরার নির্দেশ। গতকাল রাতে ই-মেল মারফৎ পাঠানো হয়েছে নোটিস। ঘটনায় ৩ জনকে কিড স্ট্রিটের MLA হস্টেল থেকে গ্রেফতার করা হয়। হোস্টেলের ওই ঘর কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের নামে বুক করা হয়, খবর পুলিশ সূত্রে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)