এক্সপ্লোর
কলকাতায় পাঁচ লক্ষ টাকার জাল নোট উদ্ধার
ফের কলকাতায় উদ্ধার জাল নোট। কলকাতা পুলিশের এসটিএফের পাতা ফাঁদে তিন জাল নোট পাচারকারী। উদ্ধার পাঁচ লক্ষ টাকার জাল নোট। এসটিএফ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেয় মেয়ো রোডে বেশ কিছুক্ষণ ধরে সন্দেহজনকভাবে ঘুরছিল তিন জন। আধিকারিকরা হাতেনাতে তাদের ধরে ফেলে। ধৃতদের বাড়ি বাংলা লাগোয়া বিহারের কিষাণগঞ্জে। বর্তমান তারা মুম্বইয়ে ছিল। বিহার, মুম্বই হয়ে জাল নোট কেন বাংলায় আনা হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জাল নোট কোথায় পাঠানোর কথা ছিল, কী কারণে তারা ঘুরছিল? তা জানার চেষ্টা চলছে। ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

























