এক্সপ্লোর
কলকাতা পুলিশের জালে বিহারের মাওবাদীদের অ্যাকশন স্কোয়াডের নেতা
কলকাতা পুলিশের জালে বিহারের মাওবাদী। সুনীল কুমার নামে ওই মাওবাদী বিহারের লক্ষ্মীসরাইয়ের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, কয়েক মাস ধরে উত্তর বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে একটি বাড়িতে আত্মগোপন করেছিলেন সুনীল। তাঁর বিরুদ্ধে খুন, অপহরণ, তোলাবাজি, সহ একাধিক অভিযোগ রয়েছে।

























