রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে অভিযোগ-বিতর্কের মধ্যেই স্বাস্থ্য সচিব বদলি
রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে অভিযোগ-বিতর্কের মধ্যেই বদলি করা হল স্বাস্থ্য সচিব বিবেক কুমারকে। তাঁকে পরিবেশ দফতরে বদলি করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, বিবেক কুমারের জায়গায় স্বাস্থ্য দফতরের সচিব হলেন নারায়ণ স্বরূপ নিগম। এই মর্মে সরকারি নির্দেশিকা জারি হয়েছে। নারায়ণ স্বরূপ নিগম পরিবহণ সচিবের পদে ছিলেন। কিন্তু কেন স্বাস্থ্য সচিব পদে রদবদল করা হল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মীদের তরফে একাধিকবার অভিযোগ করা হয়েছে, উপযুক্ত সুরক্ষা সরঞ্জাম মিলছে না। বেশ কয়েকটি হাসপাতালে একাধিক চিকিত্সক, নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চিকিত্সকদের একাংশের মধ্যে ক্ষোভ জমছিল। পাশাপাশি, কেন্দ্র-রাজ্যের করোনা পরিসংখ্যানের ফারাক নিয়েও শুরু হয়েছে বিতর্কে। এই পরিস্থিতিতে বদলি করা হল বিবেক কুমারকে।

























