এক্সপ্লোর
বিজেপিতে ব্রাত্য দলীয় কর্মীদের নিয়ে নদিয়ায় শুরু হল নতুন সংগঠন, নাম মোদি মঞ্চ
বিজেপিতে ব্রাত্য দলীয় কর্মীদের নিয়ে, নদিয়ায় শুরু হল নতুন সংগঠন। নাম মোদি মঞ্চ। সদস্যদের দাবি, বিজেপিকে বহরে বাড়াতেই এই উদ্যোগ নিয়েছেন তাঁরা। যদিও, জেলা বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের মদতে তৈরি এই সংগঠন আদতে দলের ক্ষতি করার চেষ্টা করছে। শাসক দল অবশ্য এই সংগঠনের সঙ্গে তাদের যোগ মানতে নারাজ

























