নজরে ৯ চটজলদি: রক্ষই ভক্ষক! মহিলার শ্লীলতাহানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে | Bangla News
কলকাতায় আসানসোল থেকে পরীক্ষা দিতে আসা মহিলার শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার বিধাননগর কমিশনারেটের অভিযুক্ত এএসআই সন্দীপ কুমার পাল ও সিভিক ভলান্টিয়ার অভিষেক মালাকার। সাসপেন্ড এএসআই ও বরখাস্ত সিভিক ভলান্টিয়ার। অভিযুক্ত এএসআই ও সিভিক ভলান্টিয়ার অন ডিউটি ছিলেন না বলে খবর পুলিশ সূত্রে।
শুক্রবার রাত ১টা নাগাদ করুণাময়ী থেকে উল্টোডাঙা থ হয়ে গড়ফা যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন মহিলা। গাড়ি না পেয়ে পুলিশ কর্মীর কাছে লিফট চান বলে খবর পুলিশ সূত্রে। বাইকে লিফট দেওয়ার নামে শ্লীলতাহানির অভিযোগ। দত্তাবাদের কাছে বাইক থেকে নেমে যান মহিলা বলে পুলিশ সূত্রে খবর। পরে বিধাননগর নর্থ থানায় অভিযোগ দায়ের মহিলার।
রাতের শগরে পুলিশের হাতে মহিলার শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদে সরব বিরোধীরা। আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। খুচরো ঘটনা বলে অভিযোগ ওড়ালেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Saugata Roy)। পুলিশের কাছে ঘটনার রিপোর্ট তলব করবে রাজ্য মহিলা কমিশন। জানালেন কমিশনের চেয়ারপার্সন।
হাওড়ার দাসনগরে প্রকাশ্য়ে এক কলেজ ছাত্রীকে কটূক্তি ও শ্লীলতাহানির অভিযোগ। জোর করে ওই ছাত্রীকে গাড়িতে তোলার চেষ্টার অভিযোগ ২জনের বিরুদ্ধে। সূত্রের খবর ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এসে ২ জনকে ধরে ফেলে। পরে পুলিশ এসে ২ জনকে গ্রেফতার করে।