এক্সপ্লোর
Najare 9 : দেখতে দেখতে ৫ দিনের উৎসব শেষ, আবার এক বছরের প্রতীক্ষা !
দেখতে দেখতে ৫ দিনের উৎসব শেষ। মন না চাইলেও শেষ পর্যন্ত বেজেই গেল বিসর্জনের বাজনা। ছেলে-মেয়েদের নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি উমার। ঢাকে বিষাদের বোল।
এলে যেতে হয়...। চিরন্তন সত্যকে মেনে নিয়েই বিদায়ের আগে দেবীবরণ। মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা। প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ৷ আবার এক বছরের প্রতীক্ষা। আসছে বছর আবার এসো মা৷
বিচ্ছেদের বিজয়া দশমী। শোভাবাজার রাজবাড়িতে প্রথমে দর্পণে বিসর্জন। উমাকে বরণ করে কনকাঞ্জলি দিয়ে বিদায়। বাহকের কাঁধে চেপে, রাজবাড়ির ঠাকুরদালান ছেড়ে বাগবাজার ঘাটে পৌঁছন ঘরের মেয়ে। প্রতীকী নীলকণ্ঠ পাখি উড়িয়ে কৈলাসে বার্তা।






























