Najare 9 : দিল্লি-যাত্রা ঠেকাতে এবার দিল্লি হাইকোর্টে অনুব্রত
দিল্লি-যাত্রা ঠেকাতে এবার দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডল। ইডির প্রোডাকশন ওয়ারেন্ট চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা। কাল দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের মামলার শুনানির সম্ভাবনা। ইডির প্রোডাকশন ওয়ারেন্টের বিরুদ্ধে স্থগিতাদেশ চাইবেন অনুব্রত। খবর সূত্রের।
তৃণমূল কর্মীকে মারধর, খুনের চেষ্টার মামলায় অনুব্রত মণ্ডলের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দুবরাজপুর আদালতের। গতকাল মামলা দায়ের করেন এক তৃণমূল কর্মী। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডি-র তোড়জোড়ের মধ্যেই মামলা দায়ের। জামিনের আবেদন করেননি অনুব্রত। দুবরাজপুর থানার লক আপে নিয়ে যাওয়া হল তাঁকে।
২০১৩-য় তৃণমূল পরিচালিত বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হন শিবঠাকুর মণ্ডল। একুশের বিধানসভা ভোটে বিজেপিতে যোগদানের সম্ভাবনার কথা শুনে অনুব্রত তাঁকে ডেকে পাঠিয়ে মারধর করেন বলে অভিযোগ। তৃণমূলের প্রাক্তন প্রধান শিবঠাকুরের দাবি, বর্তমানে জেলবন্দি অনুব্রত, তাই তিনি অভিযোগ করেছেন।