Speed News: এবার মোদি সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ বিজেপি সাংসদ অর্জুন সিংহ ।Bangla News
জোড়া মামলায় হাজিরা নিয়ে সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে চিঠি অনুব্রতর শর্ত দিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁর শর্ত ২১ মে-র পরে কথা বলে যেখানে ঠিক হবে, সেখানে জিজ্ঞাসাবাদ হবে। তাঁর আইজীবি মারফৎ জানান ২১ মে-র পর কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য তৈরি থাকব। সিবিআই সূত্রে জানা যাচ্ছে চিঠি নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে সিবিআই। তাঁরা জানান, আলোচনার পরে জায়গা ঠিক করে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।
এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেন, ওঁর সিবিআই এর নাম শুনলেই শরীর খারাপ করে। তবে আমার মনে হয় বড় কোনো ষড়যন্ত্র চলছে তাতে উনি যদি জেলে থাকেন তাহলে হয়তো প্রাণে বেঁচে যাবেন। হাসপাতালে থাকলে দলের নানান নেতাকে বাঁচানোর জন্যে তাঁকে মেরে ফেলা হতে পারে।
এর পাল্টা তৃণমূলের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) বলেন, দিলীপ বাবু যদি এতটাই জানেন, তবে সিবিআই এর এক্ষুণি উচিত তাঁকে ডেকে এই বিষয়ে আরও তথ্য জানা।
এবার মোদি সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ বিজেপি সাংসদ অর্জুন সিংহ। পাটশিল্পে কেন্দ্রীয় সরকারের অবস্থানের বিরুদ্ধে সরব ব্যারাকপুরের বিজেপি সাংসদ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি অর্জুন সিংহর। “পাটের দামের সর্বোচ্চ মূল্য বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সিদ্ধান্ত পাটশিল্পের পরিপন্থী। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী বলছেন পাটের পরিবর্তে প্লাস্টিক কিনে নেব। ১৪টি জুটমিল বন্ধ হয়েছে, আরও ১০টি বন্ধ হবে। বাংলায় পাটশিল্পের সঙ্গে ২ কোটি মানুষ যুক্ত। আমি বাংলার পাটশিল্পের ধ্বংস দেখতে পারব না।
প্রধানমন্ত্রীকে জানিয়েও লাভ হয়নি। কেন্দ্র পদক্ষেপ না করলে রাস্তায় নেমে প্রতিবাদ করব। দল কী বলল তাতে আমার কিছু আসে যায় না। মুখ্যমন্ত্রীর কাছেও হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি। যারা ভোট দিয়ে লোকসভায় পাঠিয়েছে, তাদের কথা না বললে সাংসদ থেকে কী লাভ?” মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহর।