Speed News: উপনির্বাচনে হারের ধাক্কার মধ্যেই অস্বস্তিতে বিজেপি ।Bangla News
উপনির্বাচনে হারের ধাক্কার মধ্যেই অস্বস্তিতে বিজেপি। রাজ্য ও জেলা নেতৃত্বের দিকে তোপ দেগে পদ ছেড়ে দিলেন মুর্শিদাবাদের বিধায়ক-সহ ৩ জন। বিক্ষোভের রেশ নদিয়া জেলাতেও। পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনুপম হাজরা।
পেশাদার অপরাধীর মতো পালিয়ে বেড়াচ্ছিল সোমনাথ। পুলিশকে বিভ্রান্ত করতে ৮ জায়গা বদল। খবর সূত্রের। বাজেয়াপ্ত ধৃতদের মোবাইল ফোন, গাড়ি।
বালিগঞ্জ (Ballygunge) বিধানসভা (Assembly) কেন্দ্রে জয়ের পর, পরাজিত সিপিএম (CPIM) প্রার্থী সায়রা শাহ হালিমকে আক্রমণ করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ট্যুইটে বালিগঞ্জের তৃণমূল (TMC) প্রার্থী লিখেছেন, সিপিএম শুধু মিথ্যা এবং প্রতারণায় ভরা নোংরা ভোট প্রচারেই থেমে থাকেনি। আর সায়রা হালিমের কোনও ক্লাস নেই। তিনি লজ্জা পেতেও ভুলে গিয়েছেন।
ধানতলায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ। ভাইরাল অডিও ঘিরে বিতর্ক।
হাঁসখালিকাণ্ডে ডিএনএ টেস্টের জন্য মূল অভিযুক্ত-সহ ৩ জনের নমুনা সংগ্রহ করল সিবিআই। নির্যাতিতার মা-বাবারও নমুনা সংগ্রহ।