Speed News: অভিমুখ বদলে ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় 'অশনি' | Bangla News
অভিমুখ বদলে ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় 'অশনি'। উত্তর-পূর্ব অভিমুখে অন্ধ্র উপকূল বরাবর এগোচ্ছে অশনি। কাল সকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণিঝড়। আগামীকালও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
ঘূর্ণিঝড় 'অশনি'-র প্রভাবে উত্তাল পুরীর সমুদ্র। ঝোড়ো হাওয়ার জেরে বিচ থেকে সরানো হল পর্যটকদের। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। সমুদ্রে নামতে জারি নিষেধাজ্ঞা।
আলু কি ইউক্রেন থেকে আসে না রাশিয়া থেকে আসে? ডবল কেন হল দাম? পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে বলে এত কথা। আরে আলুতো সবাই খায়, পেট্রোল তো আর খায় না। তৃণমূলের নেতা ধরে পিছনে একটু পেট্রোল দিয়ে দিন। দেখবেন কেমন দৌড়াবে। ছোটোবেলায় দুষ্টুমি করে কুকুরের পিছনে পেট্রোল দিতাম, কেমন দৌড় মারত? সেরকমই করুন তৃণমূলের নেতাদের সঙ্গে।', আলুর দামবৃদ্ধি প্রসঙ্গে তীব্র আক্রমণ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।