Speed News: ডিসি সাউথের মোবাইল ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা অবস্থানরত চাকরিপ্রার্থীদের।Bangla News
'২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অনুষ্ঠানে ওঁর অভিভাবকত্বে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক।' গতকাল ফেসবুক পোস্ট করেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণালের ফেসবুক পোস্টের পর ট্যুইট অপরূপা পোদ্দারের (Aparupa Poddar)। তৃণমূল সাংসদ ট্যুইটে লিখেছেন, আমি চাই, আমাদের দিদি ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবর্ধন জগদীপ ধনকড়ের থেকে বাংলায় ২০২৪-এ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়। ট্যুইট তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের।
মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে দাবি করলেন গাঁধী মূর্তির সামনে অবস্থানরত এসএসসি (SSC) চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, রেড রোডে ইদের নমাজ অনুষ্ঠান সেরে ফেরার পথে, ধর্না মঞ্চের দিকে হাত নাড়েন মুখ্যমন্ত্রী। এরপর ডিসি সাউথ আকাশ মেঘারিয়ার মাধ্যমে মোবাইল ফোনে এক বিক্ষোভকারীর সঙ্গে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দাবি গাঁধী মূর্তির সামনে অবস্থানরত এসএসসি চাকরিপ্রার্থীদের।
সিপিএম নেতা জীবেশ সরকারকে জমি মাফিয়া বলে অভিযোগ করে থানায় নালিশ। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ অংশুমান বিশ্বাস নামে শিলিগুড়ির এক বাসিন্দার। আমাকে কালিমালিপ্ত করতেই এধরনের অভিযোগ, প্রতিক্রিয়া জীবেশ সরকারের। নবান্নের নির্দেশে বিরোধীদের বিরুদ্ধে পদক্ষেপ, অভিযোগ বিজেপির। অংশুমান বিশ্বাসের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই, মন্তব্য তৃণমূলের। জীবেশ সরকার ভাল লোক, প্রতিক্রিয়া তৃণমূলের জেলা চেয়ারম্যানের। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানিয়েছে পুলিশ। সঠিক তদন্তের দাবিতে শিলিগুড়ির পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি সিপিএমের।
মদন মিত্রকে নিয়ে এবার গান বাঁধলেন সঙ্গীতশিল্পী চয়নিকা। তাতে অভিনয় করেছেন স্বয়ং তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madam Motra)। উত্সবের মেজাজে আজ যদুবাবুর বাজারে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল।