Supreme Court:বৈধ নথি হিসেবে নিতে হবে আধার কার্ড,SIR করার অধিকার পেয়েও সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের
ABP Ananda Live: বিহারে SIR-এ আধার কার্ডও 'বৈধ', কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের । ভোটার তালিকায় সংশোধনে এবার নথি হিসেবে যুক্ত হচ্ছে আধার কার্ড। ১১টি নথির সঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার 'বৈধ' আধার কার্ড। 'আধার কার্ডও গ্রহণ করা হবে, সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন'। 'যারা এখনও নথি দেননি, তারা আধার-ভোটার কার্ড জমা করতে পারেন'। 'আপনাদের কাজে বাধা দিতে চাই না, কিন্তু আচরণ যুক্তিসঙ্গত হতে হবে'। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের ।
বিহারে SIR-এ ৬৫ লক্ষের নাম বাদ, ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের । কেন ৬৫ লক্ষের নাম বাদ, কারণ জানাতে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের । বাদ যাওয়া ৬৫ লক্ষ ভোটারের নাম DEO ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ। মিডিয়ায় বিজ্ঞাপনের সঙ্গে BLO অফিসের নোটিস বোর্ডেও তালিকা দেওয়ার নির্দেশ।
জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে ভয়ঙ্কর মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে মৃত অন্তত ১০ জন, জোরকদমে চলছে উদ্ধারকাজ
মেঘভাঙা বৃষ্টি হয়েছে জম্মু ও কাশ্মীরের চাশোটি এলাকায়। আর তার জেরে হড়পা বানও এসেছে কিশতোয়ারের এই জায়গায়। ইতিমধ্যেই অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলাকারী দল। প্রসঙ্গত উল্লেখ্য, এই চাশোটি এলাকা থেকেই শুরু হয় পবিত্র মাচাইল মাতা যাত্রা। অন্যদিকে কিশতোয়ারে রয়েছে হিমালয়ের অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান মা চণ্ডীর মন্দির। সেখানে যাওয়ার জন্য এই চাশোটি-ই হল শেষ গ্রাম যেখানে যানবাহন যেতে পারে। এরপর থেকে পায়ে হেঁটে যাত্রা করতে হয়। মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে হড়পা বানের ফলে আপাতত এবছরের মাচাইল মাতা যাত্রা স্থগিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
All Shows






























