Partha Chatterjee: কেমন আছেন পার্থ? কী জানাল হাসপাতাল কর্তৃপক্ষ? ABP Ananda Live
Recruitment Scam: পার্থ চট্টোপাধ্যায় ফিট। এক-দু'দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ CBI আদালতে আজ এমনই জানানো হয়েছে আর এন টেগোর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এদিন বিশেষ CBI আদালতের বিচারক হাসপাতালের তরফে উপস্থিত প্রতিনিধির কাছে জানতে চান, পার্থ চট্টোপাধ্যায় এখন কেমন আছেন? উত্তরে আর এন টেগোর হাসপাতালের প্রতিনিধি জানান, পার্থ চট্টোপাধ্যায় এখন ভাল আছেন।
হাসপাতালে বমি করে ফেলেছিল অসুস্থ দুধের শিশু, সেই বমি মোছানো হল বাবাকে দিয়েই !
অমানবিক ! অসুস্থ শিশু বমি করে ফেলায় তার বাবাকে দিয়ে তা পরিষ্কার করানো হল হাসপাতালে। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ঘটনায় শোরগোল পড়ে গেছে। বাবাকে দিয়ে শিশুর বমি পরিষ্কারের সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral Post) হয়ে গেছে। ৫ বছরের অসুস্থ শিশু বমি করে ফেলায় হাসপাতালে এই 'শাস্তি'-তে নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। হাসপাতালে কোনও সুইপার না থাকার কথা বলে বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানো হয় বলে অভিযোগ।
All Shows






























