Sare 7 Tay Saradin : আলিপুরদুয়ার আসার আগেই দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী
Sare 7 Tay Saradin : কেন্দ্রের প্রকল্প প্রশংসিত, দুর্নীতি আর অদক্ষ রাজ্য প্রশাসনে বিরক্ত বাংলার মানুষ। আলিপুরদুয়ার আসার আগেই দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী। মরশুমি সফরে বাংলায় বারবার পরিযায়ী পাখিরা। কিন্তু টাকা কেন আটকে, আসছেন যখন, বলে যান। মোদির আক্রমণের পাল্টা খোঁচা দিয়ে পোস্ট তৃণমূলের। অপারেশন সিঁদুরের পর কাল প্রথম বাংলায় প্রধানমন্ত্রী। সিকিম থেকে আসবেন আলিপুরদুয়ারে। প্যারেড গ্রাউন্ডে জনসভা। রাস্তার মোড়ে মোড়ে বিশাল কাটআউট। মোদির আলিপুরদুয়ার সফরের আগেই ফের বেলাগাম উদয়ন। অপারেশন সিঁদুর নিয়ে মোদিকে আক্রমণ উদয়নের। পাল্টা জবাব বিজেপির। এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চান চাকরিহারারা শিক্ষকরা। কাল আলিপুরদুয়ারে মোদির সঙ্গে দেখা করার আর্জি। পাকিস্তানের পর্দাফাঁসে বিশ্বমঞ্চে অভিষেক। সেনার সাফল্য নিয়ে রাজনীতির অভিযোগে বিজেপিকে আক্রমণে তৃণমূল। কালিমালিপ্ত করার চেষ্টা, পাল্টা লকেট। পাকিস্তানকে নাস্তানাবুদ করে ফের ভারতের শক্তিপ্রদর্শন। কাল রাজস্থান ছাড়া পাক সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে অপারেশন শিল্ড নামে মহড়া।
All Shows






























