Swargaram: সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার বাংলাদেশি
Saif Ali Khan: সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার বাংলাদেশি, ধৃতের ৫দিনের পুলিশ হেফাজত । ধৃত মহম্মদ শরিফুল ইসলাম বাংলাদেশের নাগরিক । '৫-৬ মাসে আগে মুম্বইয়ে আসে মহম্মদ শরিফুল ইসলাম' । ৭-৮ মাস আগে শিলিগুড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশ, মুম্বই পুলিশ সূত্রে খবর । 'ধৃতের কাছ থেকে কোনও ভারতীয় পরিচয়পত্র মেলেনি' । 'চুরির উদ্দেশ্যে সেফের বাড়িতে চড়াও মহম্মদ শরিফুল' । 'কয়েক মাস আগে সেফ আলি খানের বাড়ির পার্টিতে এসেছিল ধৃত শরিফুল' । 'হাউস কিপিং এজেন্সির মাধ্যমে সেফ আলি খানের বাড়িতে এসেছিল বাংলাদেশি নাগরিক মহম্মদ শরিফুল', মুম্বই পুলিশ সূত্রে খবর । 'ঠাণের পানশালায় হাউসকিপিংয়ের কাজ করত মহম্মদ শরিফুল' । 'সেফের ওপর হামলার পর পালিয়ে বেড়াচ্ছিল শরিফুল' । 'পুলিশের চোখে ধুলো দিতে বারবার নাম ভাঁড়িয়ে আস্তানা বদল' । 'কখনও বিজয় দাস, কখনও মহম্মদ ইলিয়াস নাম ব্যবহার' । গতকাল মুম্বইয়ের নির্মীয়মাণ আবাসন থেকে গ্রেফতার অভিযুক্ত।






























