Swar Garam: অভয়া কাণ্ডের বছর পার, নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার | ১৮ অগাস্ট ফের রাত দখলের ডাক । ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অভয়ার মাকে মারধরের অভিযোগ, কৌস্তভ বাগচীকে নিশানা কুণাল ঘোষের । 'অভয়ার মাকে ধাক্কা দিচ্ছে বিজেপির ন্যাড়া নাড়ু, ক্যামেরায় মুখ দেখাবে বলে' । 'বাবা-মাকে নিয়ে এই কুৎসিত নাটক, রাজনীতি যে হবে, গতকালই বলেছিলাম, মিলিয়ে নিন' । কৌস্তভ বাগচীর নাম না করে সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের
আরও খবর...
বালিগঞ্জ সার্কুলার রোডের অভিজাত আবাসনে আইনজীবীর অস্বাভাবিক মৃত্য়ু। মৃতের নাম কৌস্তভচন্দ্র দাস। ৫২ বছর বয়সি কলকাতা হাইকোর্টের ওই আইনজীবী শনিবার আবাসনের চারতলা থেকে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
দেগঙ্গায় ভোটার তালিকায় 'বাংলাদেশি', অভিযুক্ত তৃণমূল নেতা । তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বাংলাদেশি মহিলার নাম তোলার অভিযোগ। নিজের কাকাকে বাংলাদেশি মহিলার বাবা দেখিয়ে ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ বিজেপির।অভিযোগ অস্বীকার তৃণমূল পঞ্চায়েত সদস্য শাহাদত আলির।






























