Swargorom PLUS : অডিও বার্তায় মতুয়াদের নাগরিকত্বে নীরব, ফিরেই সরব প্রধানমন্ত্রী।ABP Ananda LIVE
ABP Ananda LIVE : অডিও বার্তায় মতুয়াদের নাগরিকত্বে নীরব, ফিরেই সরব প্রধানমন্ত্রী ।'আমরা সবসময় মতুয়া এবং নমঃশূদ্রদের পাশে আছি'। 'মতুয়া, নমঃশূদ্রদের তৃণমূলের করুণার কোনও প্রয়োজন নেই','সম্মানের সঙ্গে ভারতে থাকার অধিকার আছে মতুয়া, নমঃশূদ্রদের','এটা সম্ভব হয়েছে আমাদের সরকারের আনা CAA-র জন্যেই', 'বিজেপি একবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলেই আরও কিছু করব',বাংলা থেকে ফিরেই মতুয়াদের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর।
আরও খবর...
'মোদির অহংয়ের কাছে চাপা পড়ে গেল ভয়াবহ দুর্ঘটনার ট্র্যাজেডি..', এক্স পোস্টে বিস্ফোরক মহুয়া মৈত্র
নদিয়ায় মোদির সভায় যাওয়ার আগে লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন বিজেপি কর্মীর। মৃতরা প্রত্যেকেই মুর্শিদাবাদের বড়ঞার বাসিন্দা। আর এই মৃত্যু নিয়েই শুরু হয়েছে রাজনীতি। বাংলার মানুষের মৃতদেহের ওপর দাঁড়িয়ে মোদির সভা, তীব্র আক্রমণ করে সমাজমাধ্যমে পোস্ট করেছে তৃণমূল। তাহেরপুর দুর্ঘটনা নিয়ে এবার এক্স পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra)।






























