Swargorom Plus : নাগাড়ে বৃষ্টির জেরে প্লাবিত রাজ্যের একাধিক জায়গা, দিকে দিকে জল যন্ত্রণা অব্যাহত
ABP Ananda LIVE :অতিবৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে বানভাসি পরিস্থিতি হুগলির একাধিক এলাকায়। প্লাবিত একের পর পর ব্লক। চাষের জমি তো বটেই জলের নিচে চলে গিয়েছে বাড়িও। অপেক্ষাকৃত উঁচু এলাকায় জল ঢুকে গিয়েছে ঘরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গতকাল বিকেল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। কিন্তু জেলায় জেলায় জল যন্ত্রণার ছবিটা একই রয়েছে। প্রবল বৃষ্টির জেরে জল জমেছে হুগলির বিভিন্ন জায়গায়। ব্যাহত হচ্ছে জনজীবন। আরামবাগে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আরামবাগ-কলকাতা রাজ্য সড়কে উঠেছে জল। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। টানা বৃষ্টির দাপট ও বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে আরামবাগে বন্যা পরিস্থিতির অবনতি। ৪টি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায়। নতুন করে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম। বহু কাঁচা ও পাকাবাড়ির একতলা জলমগ্ন। আরামবাগের মায়াপুর এলাকায় বেশকিছু দোকানে জল ঢুকে পড়ায় ব্যবসায়ীরা জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন। বহু গ্রামে কোমর সমান জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে। DVC যেভাবে জল ছাড়ছে, তাতে পরিস্থিতি আরও ঘোরাল হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত হরিপাল ব্লকের বিস্তীর্ণ এলাকা। হরিপাল ব্লকের সহদেব, দ্বারহাটা, কৈকালা গ্ৰাম পঞ্চায়েতের চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। আমন ধানের মরশুমে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। স্কুল, কলেজ, বাজার, কোথাও যেতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। কোথাও ঘরে জল ঢুকে গেছে, কোথাও বাড়ছে সাপের উপদ্রব। চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন শয়ে শয়ে মানুষ।






























