Swargorom Plus : দুর্যোগের পরদিন দুর্ভোগ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের দফায় দফায় বৃষ্টি। আতঙ্কে পুজো উদ্যোক্তারা
ABP Ananda LIVE :মহালয়ার পর থেকেই প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত। রেকর্ড বৃষ্টিতে গোটা শহর ভাসছে। বুধবার, তৃতীয়াতেও (Durga Puja 2025) কলকাতার অনেক জায়গা জলমগ্ন। আর এই পরিস্থিতিতে দুর্গাপুজোর আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Kolkata Weather)।
শুরুতে যদিও আশার কথাই শোনানো হয়েছে। যে নিম্নচাপের (Depression) দরুণ রেকর্ড বৃষ্টিতে (Kolkata Rain) কার্যত বানভাসি শহর, আর ১২ ঘণ্টার মধ্যে সেটি দুর্বল হয়ে পড়বে। ফলে কমবে বৃষ্টি। যা শুনে বিভিন্ন পুজোর উদ্যোক্তা থেকে শুরু করে পুলিশ ও প্রশাসন স্বস্তি পেতে পারে।
তবে আশঙ্কার মেঘ এখনই কাটছে না। কারণ, একটি নয়, এই নিম্নচাপের পিছু পিছু রাজ্যকে ধাক্কা দিতে পারে আরও দুটি নিম্নচাপ। যার প্রথমটি ২৬ সেপ্টেম্বর, চতুর্থীর দিন থেকে প্রভাববিস্তার করবে বলে পূর্বাভাস আবহবিদদের। সেই নিম্নচাপটি তৈরি হলে ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর - অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকালই এটি নিম্নচাপে পরিণত হবে।






























