Swargorom Plus : বৃষ্টি থামলেও জমা জল! কলকাতায় দিনভর চূড়ান্ত দুর্ভোগ। ড্রেজিং নিয়ে ডিভিসিকে আক্রমণে মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE : ভারী বর্ষণে বিপর্যস্ত কলকাতা। জলের নীচে শহরের অধিকাংশ রাস্তাঘাট। নিকাশী ব্যবস্থা নিয়ে আগে থেকেই অভিযোগ ছিল। এদিকে জমজলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একাধিক জনের। সব ইস্যু নিয়েই সরব বিরোধীরা। এহেন পরিস্থিতিতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বললেন, 'যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন, তাঁদের আমি ধিক্কার জানাই।'
এদিন মুখ্যমন্ত্রী বলেন, কলকাতায় আমরা জমাজল অনেকটাই কমিয়ে দিয়েছি। কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, উত্তরপ্রদেশের জল। উত্তরাখণ্ডের জল। মানে প্লাবন। ওদিকে ডিভিসি, ফারাক্কা, পাঞ্চেত, ময়ুরাক্ষি, এগুলি একটাও আমাদের আন্ডারে নয়। এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি। এটা পরিষ্কার যারা এইসব লিখলেন এক্স হ্যান্ডেলে, মিথ্যে কথা বলে, তাঁদের উদ্দেশ্যে বলব, দুর্যোগ নিয়ে খেলা করবেন না। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন, তাঁদের আমি ধিক্কার জানাই। উত্তরাখণ্ডে অত ধস নামার পরে, অত মৃত্যুমিছিলের পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি।'
রেকর্ড বৃষ্টিতে কলকাতার ভয়ঙ্কর পরিস্থিতি ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক বাগযুদ্ধ। একে অপরকে আক্রমণ করল বিজেপি-তৃণমূল। সমপূর্ণ ব্য়র্থ মুখ্য়মন্ত্রী ও মেয়র, দাবি করল বিরোধীরা। দুর্যোগ নিয়ে রাজনীতি করা উচিত নয়, পাল্টা পরামর্শ দিলেন মুখ্য়মন্ত্রী। রেকর্ড বৃষ্টিতে কলকাতার ভয়ঙ্কর চেহারা। কার্যত স্তব্ধ গোটা শহর। জলের তলায় গাড়ি...ঘরের মধ্য়ে জল। রাস্তায় নেই বাস...চারদিকে সাধারণ মানুষের হাঁসফাঁস!সকাল থেকে সন্ধে চরমে দুর্ভোগ। এই পরিস্থিতিতে তুঙ্গে উঠেছে রাজনীতিও।






























