আজ রাজ্যে সম্পূর্ণ লকডাউন, বিধি অমান্য করে রাস্তায় বের হওয়ায় কান ধরে ওঠবোস, কাঁধে সাইকেল নিয়ে বাড়ি পাঠ পুলিশ
বলানো হয়, "লকডাউনে বাড়ি থেকে বেরোব না..."
কলকাতা: রাজ্য সরকারের নির্দেশে আজ রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন। অগাস্ট মাসে সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন। কলকাতার বিভিন্ন রাস্তায় কড়া নজরদারি পুলিশের। ব্যারিকেড তৈরি করে যান নিয়ন্ত্রণ। পরীক্ষা করা হচ্ছে প্রয়োজনীয় নথি। বিনা প্রয়োজনে বেরোলে পাঠানো হচ্ছে বাড়িতে। করোনা-বিধি মেনে চলার পরামর্শ পুলিশের।
লকডাউন বিধি অমান্য করে রাস্তায় বের হওয়ায় সল্টলেকের লাবণী আইল্যান্ডে কান ধরে ওঠবোস করায় পুলিশ। বলানো হয়, লকডাউনে বাড়ি থেকে বেরোব না।
লকডাউন সত্ত্বেও সাইকেল নিয়ে বের হওয়ায়, তারাতলা মোড়ে অভিনব শাস্তি পুলিশের। কাঁধে সাইকেল নিয়ে কাউকে পাঠানো হল বাড়িতে। কাউকে রাস্তাতেই সাইকেল কাঁধে দাঁড় করিয়ে রাখা হল। বিনা প্রয়োজনে বের হওয়ায়, কয়েকজনকে আটকও করেছে পুলিশ।
জোড়াসাঁকো থানা এলাকায় ডিসি সেন্ট্রাল সুধীরকুমার নীলকণ্ঠের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। মুক্তারামবাবু স্ট্রিটে জটলা হঠায় পুলিশ। বিনা প্রয়োজনে বের হওয়ায় অনেককে সতর্ক করা হয়।
বেহালায় রাস্তাঘাট শুনশান। চলছে নাকা বেলেঘাটা এলাকায় ডিসি ইএসডি অজয় প্রসাদের নেতৃত্বে চলছে নাকা চেকিং।
শুনশান ইএম বাইপাস। রুবি মোড়ে গাড়ি থামিয়ে চলছে নথি পরীক্ষা। মানিকতলা মোড়ে জয়েন্ট সিপি ট্রাফিক সন্তোষ পাণ্ডের নেতৃত্বে পুলিশের নজরদারি।
দমদম চিড়িয়া মোড়ে তত্পর পুলিশ। দুই অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে চলছে নজরদারি। লকডাউনের জেরে বিটি রোডে কড়া নজরদারি পুলিশের। চলছে নাকা চেকিং।প্রতিটি গাড়ির নথি পরীক্ষা করা হচ্ছে। ছাড় নেই পুলিশের গাড়িরও।
ফুলবাগান মোড়ে পুলিশের নজরদারি। গার্ড রেল দিয়ে বন্ধ রাস্তা। চলছে নাকা চেকিং। সদা ব্যস্ত পার্ক সার্কাস মোড় শুনশান। চলছে পুলিশের নজরদারি, নাকা চেকিং।
লকডাউন সফল করতে তত্পর পুলিশ। গড়িয়াহাট মোড়ে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চালক ও আরোহীদের। যাদবপুর মোড়ে পুলিশের নজরদারি। গাড়ির নম্বর লিখে রাখার পাশাপাশি, বিনা প্রয়োজনে বের হওয়ায় সতর্ক করা হয় বেশ কয়েকজনকে।
কলকাতার পাশাপাশি, জেলাতেও আজ সাপ্তাহিক লকডাউন। চোখে পড়ে পুলিশি তৎপরতা। লকডাউন উপেক্ষা করে স্কুটার নিয়ে ঘোরাঘুরি তৃণমূল নেতার। বীরভূমের শ্রীনিকেতন মোড়ে গাড়ি আটকায় পুলিশ। কর্তব্যরত পুলিশ কর্মীর সঙ্গে তৃণমূল নেতার বাদানুবাদ। ফোনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুলিশ কর্মীর বিরুদ্ধে নালিশ। এনিয়ে তৃণমূল নেতার সাফাই, এক গ্রামবাসীকে সাপে কামড়ায়। তাঁকে দেখতে হাসপাতালে যাওয়ার সময় আটকায় পুলিশ।
মালদায় তৎপর পুলিশ। ইংরেজবাজার শহরে বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বাড়ি পাঠায় পুলিশ। ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় শহরে ঢোকার রাস্তা। বকখাটুলি এলাকায় বাজার বসায় গিয়ে তুলে দেয় পুলিশ। ইংরেজবাজারের মিল্কি এলাকায় লকডাউন বিধি ভেঙে সাইকেল চালিয়ে ঘোরাঘুরি। ধাওয়া করে পুলিশ।
কোচবিহারে সকাল থেকে রাস্তাঘাট শুনশান। কয়েকটি জায়গায় লাঠি উঁচিয়ে জটলা হঠায় পুলিশ।
পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় পুলিশি টহল। বিনা প্রয়োজনে বের হলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। মহিষাদলে দোকান বন্ধ করে দেয় পুলিশ। অন্যদিকে, লকডাউন বিধি ভেঙে তমলুকের রামতারক এলাকায় সবজি, মাছের বাজার খোলা থাকলেও, পুলিশের দেখা মেলেনি।
উত্তর ২৪ পরগনাতেও পুলিশি তত্পরতার ছবি। সোদপুরে ধরপাকড়। বারাসাত শহরেও একই ছবি। টিটাগড় থানা সংলগ্ন এপি দেবী রোডে লকডাউন ভেঙে জটলা। লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ।