এক্সপ্লোর
Advertisement
কোহলি সব ফর্ম্যাটেই সফল অধিনায়ক হবেন, মনে করছেন ধোনি
নয়াদিল্লি: ভারতীয় টেস্ট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি সব ফর্ম্যাটেই সফল অধিনায়ক হবেন বলে মনে করছেন সংক্ষিপ্ত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি উত্তরসূরির প্রশংসা করে বলেছেন, ‘বিরাট গত কয়েক বছর ধরেই ভাল খেলছে। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হল, কীভাবে খেলার উন্নতি করা যায়। ভারতের হয়ে যখন প্রথম ম্যাচ খেলেছিল বিরাট, তখন থেকেই ও সবসময় উন্নতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও সবসময় দলের জয়ে অবদান রাখতে চায়। সেই অবদান আবার সামান্য নয়, ও সবসময় ম্যান অফ দ্য ম্যাচ হতে চায়।’
ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অধিনায়ক হয়েছেন কোহলি। প্রথম থেকেই তিনি দলকে সাফল্য এনে দিচ্ছেন। টেস্টে এখন ভারতই এক নম্বর দল। দলের এই সাফল্যে অধিনায়কের অবদান রয়েছে। সেই কারণেই কোহলির প্রশংসা করেছেন ধোনি। তাঁর মতে, কোহলির ফিটনেস, ম্যাচ রিডিং এবং পরিকল্পনা সফল করার ক্ষমতাই তাঁকে অন্যদের চেয়ে আলাদা করে দিয়েছে।
আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেটা টেস্ট দলের অধিনায়ক হিসেবে সফল হওয়ার ক্ষেত্রে কোহলিকে সাহায্য করেছে বলেই মত ধোনির। তিনি মনে করছেন, অধিনায়ক হিসেবে কোহলির ভবিষ্যৎ উজ্জ্বল। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচে খেলবেন ধোনি। ভারতীয় দলের বর্তমান কোচ অনিল কুম্বলের সঙ্গে খেলেছিলেন ভারতের টি-২০ দলের অধিনায়ক ধোনি। এবার সেই কুম্বলেকেই তিনি কোচ হিসেবে পাচ্ছেন। তাঁর সঙ্গে যুগলবন্দি ভাল হবে বলেই মনে করছেন ধোনি।
Uncategorized (Uncategorized) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement