কলকাতার পিএফ অফিসে তোলাবাজির অভিযোগে এবার হায়দরাবাদের পিএফ কমিশনারকে তলব ইডি-র
কলকাতা: কলকাতার পিএফ অফিসে তোলাবাজির অভিযোগে এবার হায়দরাবাদের পিএফ কমিশনারকে তলব ইডি-র। আজ সকাল ১১টার পর পিএফ কমিশনার পি কে মিশ্রকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর, কলকাতায় পিএফ অফিসে তোলাবাজির অভিযোগে তদন্তে নেমে সিবিআই একজনকে গ্রেফতার করে। সেসময় কলকাতায় পিএফ কমিশনার ছিলেন পি কে মিশ্র। পরে তিনি হায়দরাবাদে বদলি হয়ে যান।
তদন্তে নেমে এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে তোলাবাজি চক্র সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করবেন ইডি অফিসাররা। এর আগে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে সহকারী পিএফ কমিশনার রমেশচন্দ্র সিংহ ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তল্লাশি চালানো হয় সহকারী পিএফ কমিশনারের বাড়িতেও।
কলকাতা: কলকাতার পিএফ অফিসে তোলাবাজির অভিযোগে এবার হায়দরাবাদের পিএফ কমিশনারকে তলব ইডি-র। আজ সকাল ১১টার পর পিএফ কমিশনার পি কে মিশ্রকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর, কলকাতায় পিএফ অফিসে তোলাবাজির অভিযোগে তদন্তে নেমে সিবিআই একজনকে গ্রেফতার করে। সেসময় কলকাতায় পিএফ কমিশনার ছিলেন পি কে মিশ্র। পরে তিনি হায়দরাবাদে বদলি হয়ে যান।
তদন্তে নেমে এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে তোলাবাজি চক্র সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করবেন ইডি অফিসাররা। এর আগে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে সহকারী পিএফ কমিশনার রমেশচন্দ্র সিংহ ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তল্লাশি চালানো হয় সহকারী পিএফ কমিশনারের বাড়িতেও।