Jadavpur News: বছরের প্রথম দিনই যাদবপুরে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে বিক্ষোভ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বছরের প্রথম দিনই যাদবপুরে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে বিক্ষোভ। ৫১ জন অস্থায়ী কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে ডিরেক্টরের ঘরের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ আন্দোলনকারীদের।
আরও খবর...
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রণক্ষেত্র ভাঙড়। আরাবুল ইসলামের পতাকা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। ফেরার পথে হামলার অভিযোগ। আরাবুল সঙ্গীর গাড়িতে ছোড়া হল কংক্রিটের চাঁই।
পড়াশোনা করানোর নামে অনুমোদনহীন মাদ্রাসায় জঙ্গিদের বৈঠক? মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গির সঙ্গে, অনুমোদনহীন মাদ্রাসার যোগ উঠে আসার পর, এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে গোয়েন্দাদের মনে। সূত্রের দাবি, মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গি আব্বাসের মাদ্রাসায় নিজের ছেলেকে ভর্তি করেছিল মিনারুল। নিয়মিত সেখানে যাতায়াত ছিল তার।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি ঘিরে মালদায় চূড়ান্ত বিশৃঙ্খলা । কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি । হুড়োহুড়িতে ভেঙে পড়ল ইটের দেওয়াল, ৭জন আহত । হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় দেড় হাজার কম্বল বিলির আয়োজন তৃণমূলের । কম্বল বিলির সময় চূড়ান্ত বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে ৫ মহিলা-সহ আহত ৭ । ভিড় মোকাবিলায় অব্যবস্থার অভিযোগ, এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের