![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
শান্তিনিকেতনে দুঃসাহসিক ডাকাতি, বাধা দিতে গেলে বৃদ্ধার মাথায় রডের ঘা
শান্তিনিকেতনের লায়েকবাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি। বাধা দিলে বৃদ্ধা মায়ের মাথায় রডের ঘা। দানু শেখ নামে এক ব্যবসায়ী দাবি, গতকাল রাত আটটা নাগাদ ৫ দুষ্কৃতী প্রথমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির সবাইকে একটি ঘরের মধ্যে আটকে রেখে আলো বন্ধ করে দেয়। এরপর আলমারি ভেঙে নগদ ৭০ হাজার টাকা ও বেশ কয়েকভরি সোনার গয়না লুঠ করে চম্পট দেয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে শান্তিনিকেতন থানার পুলিশ।
![শান্তিনিকেতনে দুঃসাহসিক ডাকাতি, বাধা দিতে গেলে বৃদ্ধার মাথায় রডের ঘা শান্তিনিকেতনে দুঃসাহসিক ডাকাতি, বাধা দিতে গেলে বৃদ্ধার মাথায় রডের ঘা](https://vodcdn.abplive.com/2018/07/54c042a611a8805155de2ae9d1d1a75b.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শান্তিনিকেতনের লায়েকবাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি। বাধা দিলে বৃদ্ধা মায়ের মাথায় রডের ঘা। দানু শেখ নামে এক ব্যবসায়ী দাবি, গতকাল রাত আটটা নাগাদ ৫ দুষ্কৃতী প্রথমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির সবাইকে একটি ঘরের মধ্যে আটকে রেখে আলো বন্ধ করে দেয়। এরপর আলমারি ভেঙে নগদ ৭০ হাজার টাকা ও বেশ কয়েকভরি সোনার গয়না লুঠ করে চম্পট দেয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে শান্তিনিকেতন থানার পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)