ওভারটেক করতে গিয়ে ট্রাকের সামনে ১৮০ ডিগ্রি ঘুরে উল্টে গেল গাড়ি, তারপর কী হল দেখুন
রাস্তায় বেরিয়ে ট্র্যাফিক নিয়ম না মানলে কীভাবে নিজে দুর্ঘটনা ডেকে আনে মানুষ, সেটা দুটি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ভুল দিক থেকে গিয়ে ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল এই মারুতি ভ্যানটি। শেষপর্যন্ত সামলাতে না পেরে ট্রাকের সামনে ১৮০ ডিগ্রি ঘুরে মারুতি ভ্যানটি উল্টে যায়। ট্রাকের চালক সময়মতো ব্রেক কষায় কোনওমতে প্রাণে বেঁচে যান মারুতির চালক। ভগবান সহায় ছিলেন এই ব্যক্তির।
এদিকে হায়দরাবাদে যা ঘটল, সেটাও মর্মান্তিক। সেই তরুণের সহায় হয়নি ভাগ্য। ট্র্যাফিক নিয়ম না মানার মাসুল গুনল তরতাজা এক তরুণ। কানে মোবাইল দিয়ে, মাথায় হেলমেট না পরে বাইক চালাতে গিয়ে অপর একটি বাইকের সঙ্গে ধাক্কা তরুণের। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে ব্রেইন ডেড বলে ঘোষণা করলেন চিকিত্সকরা।
রাস্তায় বেরিয়ে ট্র্যাফিক নিয়ম না মানলে কীভাবে নিজে দুর্ঘটনা ডেকে আনে মানুষ, সেটা দুটি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ভুল দিক থেকে গিয়ে ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল এই মারুতি ভ্যানটি। শেষপর্যন্ত সামলাতে না পেরে ট্রাকের সামনে ১৮০ ডিগ্রি ঘুরে মারুতি ভ্যানটি উল্টে যায়। ট্রাকের চালক সময়মতো ব্রেক কষায় কোনওমতে প্রাণে বেঁচে যান মারুতির চালক। ভগবান সহায় ছিলেন এই ব্যক্তির।
এদিকে হায়দরাবাদে যা ঘটল, সেটাও মর্মান্তিক। সেই তরুণের সহায় হয়নি ভাগ্য। ট্র্যাফিক নিয়ম না মানার মাসুল গুনল তরতাজা এক তরুণ। কানে মোবাইল দিয়ে, মাথায় হেলমেট না পরে বাইক চালাতে গিয়ে অপর একটি বাইকের সঙ্গে ধাক্কা তরুণের। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে ব্রেইন ডেড বলে ঘোষণা করলেন চিকিত্সকরা।