New Year 2025: আসছে নতুন বছর, মাত্র কিছুক্ষণের অপেক্ষা | ঝলমল করছে পার্কস্ট্রিট | ভিড় আট থেকে আশির
ABP Ananda LIVE: শহরজুড়ে বর্ষবরনের কাউন্টডাউন । আনন্দে মাতোয়ারা ছোট থেকে বড় । আনন্দ উৎসব-আলোর মালায় বর্ষবরণের প্রস্তুতি । আসছে নতুন বছর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ।
আরও খবর...
একমাসের বেশি সময় ধরে চট্টগ্রামের জেলে বন্দি সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। উদ্বেগ বাড়াচ্ছে তাঁর শারীরিক অবস্থা। এদিকে বাংলাদেশে সংখ্যালঘু-হিন্দুদের উপর নির্যাতন থামছেই না। এই প্রেক্ষাপটে বছরের শেষ দিনে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করল ইসকনের কলকাতা শাখা। গত ২৫ নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ইউনূস সরকার। সেই থেকে জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী। তাঁর আইনজীবীদের উপর হামলা, হুমকি, হুঁশিয়ারির অভিযোগও উঠেছে। আইনি জটে বারবার পিছিয়েছে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন-মামলার শুনানি। মঙ্গলবার ফের এই মামলার শুনানি রয়েছে চট্টগ্রাম আদালতে। তার আগে উদ্বেগ বাড়াচ্ছে সন্ন্যাসীর শারীরিক অবস্থা।
এই আবহে এবার ইউনূস সরকারকে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করার আবেদন জানালেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তিনি জানিয়েছেন, "শরীর খুব খারাপ, চিন্তায় আছি। একটা মেডিক্যাল বুলেটিন প্রকাশ করুক ইউনূস সরকার।'' সন্ন্যাসীর মুক্তির দাবি ও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অবসান চেয়ে রবিবার বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে ইসকনের কলকাতা শাখা। পোস্টার হাতে প্রার্থনায় যোগ দেন কয়েকশো ভক্ত।