এক্সপ্লোর
মহিলা টি ২০ বিশ্বকাপের সেমিতে কেন বাদ মিতালি রাজ? বোর্ডের কাছে বিস্ফোরক বয়ান কোচ রমেশ পওয়ারের
মহিলা টি ২০ বিশ্বকাপের সেমিতে কেন বাদ মিতালি রাজ? বোর্ডের কাছে বিস্ফোরক বয়ান কোচ রমেশ পওয়ারের। মিতালির কাছে দলের আগে নিজের পারফরমেন্স। সিনিয়র হওয়া সত্ত্বেও টিম মিটিংয়ে কিছু বলতেন না মিতালি। পাক ম্যাচের আগে মিতালি বলেছিলেন অবসর নিয়ে নেব। ওপেনিং করতে না পাঠালে অবসর নেব বলেছিলেন, অভিযোগ রমেশ পওয়ারের, খবর বোর্ড সূত্রে। এরপরই আজ সকালে নতুন ট্যুইট মিতালির। তিনি বলেন, আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে, তাতে আমি মর্মাহত। ২০ বছর খেলার পর আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠছে। এটা আমার জীবনে কালো দিন, ঈশ্বর আমাকে শক্তি দিন।

মহিলা টি ২০ বিশ্বকাপের সেমিতে কেন বাদ মিতালি রাজ? বোর্ডের কাছে বিস্ফোরক বয়ান কোচ রমেশ পওয়ারের। মিতালির কাছে দলের আগে নিজের পারফরমেন্স। সিনিয়র হওয়া সত্ত্বেও টিম মিটিংয়ে কিছু বলতেন না মিতালি। পাক ম্যাচের আগে মিতালি বলেছিলেন অবসর নিয়ে নেব। ওপেনিং করতে না পাঠালে অবসর নেব বলেছিলেন, অভিযোগ রমেশ পওয়ারের, খবর বোর্ড সূত্রে। এরপরই আজ সকালে নতুন ট্যুইট মিতালির। তিনি বলেন, আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে, তাতে আমি মর্মাহত। ২০ বছর খেলার পর আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠছে। এটা আমার জীবনে কালো দিন, ঈশ্বর আমাকে শক্তি দিন।
Video (Video) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















