সংসদে বাদল অধিবেশনের শুরুতেই হাঙ্গামা, কৃষক আত্মহত্যা-নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে বিক্ষোভ টিডিপি, টিএমসি এবং আরজেডির
নয়াদিল্লি: শুরু সংসদের বাদল অধিবেশন। তুমুল হাঙ্গামা। কৃষক আত্মহত্যা ও নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস। তুমুল হইচই রাজ্যসভাতেও।
সরকারের বিরোধিতায় তৃণমূল কংগ্রেস ও আরজেডিও। গো-রক্ষার নামে গণপিটুনি নিয়ে আলোচনার দাবি। কংগ্রেস, তৃণমূল, সিপিএমের একযোগে আক্রমণের মুখে রীতিমতো চাপে সরকার।
রাজ্যসভায় আজ অধিবেশনের শুরুতেই গো-রক্ষার নামে গণপিটুনি নিয়ে আলোচনার দাবি জানায় তৃণমূল। একই ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনে সিপিআই। লোকসভায় গণপিটুনি নিয়ে আলোচনা চেয়ে স্লোগান দিতে শুরু করেন বিরোধীরা। কেন্দ্রের কৃষি নীতি নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। এর আগে বিরোধীদের প্রবল হৈ-হট্টগোলে বাজেট অধিবেশনে যথেষ্ট বেগ পেতে হয় সরকারকে। এবারের বাদল অধিবেশনে ৪৬টি বিল আনা হবে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার। বাদল অধিবেশন শেষ হবে ১০ অগাস্ট।
নয়াদিল্লি: শুরু সংসদের বাদল অধিবেশন। তুমুল হাঙ্গামা। কৃষক আত্মহত্যা ও নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস। তুমুল হইচই রাজ্যসভাতেও।
সরকারের বিরোধিতায় তৃণমূল কংগ্রেস ও আরজেডিও। গো-রক্ষার নামে গণপিটুনি নিয়ে আলোচনার দাবি। কংগ্রেস, তৃণমূল, সিপিএমের একযোগে আক্রমণের মুখে রীতিমতো চাপে সরকার।
রাজ্যসভায় আজ অধিবেশনের শুরুতেই গো-রক্ষার নামে গণপিটুনি নিয়ে আলোচনার দাবি জানায় তৃণমূল। একই ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনে সিপিআই। লোকসভায় গণপিটুনি নিয়ে আলোচনা চেয়ে স্লোগান দিতে শুরু করেন বিরোধীরা। কেন্দ্রের কৃষি নীতি নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। এর আগে বিরোধীদের প্রবল হৈ-হট্টগোলে বাজেট অধিবেশনে যথেষ্ট বেগ পেতে হয় সরকারকে। এবারের বাদল অধিবেশনে ৪৬টি বিল আনা হবে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার। বাদল অধিবেশন শেষ হবে ১০ অগাস্ট।