Share Market :ট্রাম্পের শুল্ক ঘোষণার পরই পতন ভারতীয় শেয়ারবাজারে , ৬০০পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স
ABP Ananda Live: ট্রাম্পের শুল্ক ঘোষণার পরই পতন ভারতীয় শেয়ারবাজারে। ৬০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স। নিফটি পড়ল ১৮১ পয়েন্টেরও বেশি। তেল এবং গ্যাস সেক্টরের শেয়ারে পতন।
মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস সব অভিযুক্ত
মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সব অভিযুক্তর রেহাই। মুম্বইয়ের NIA-র বিশেষ আদালত ৭ অভিযুক্তকে রেহাই দিল। ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণে সব অভিযুক্তর মুক্তি। অভিযুক্তর তালিকায় ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তালিকায় ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত। আরেক অভিযুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়। ২০০৮-এর ২৯ সেপ্টেম্বর মোটরবাইকে রাখা দুটি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মালেগাঁও। বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়, জখম হন শতাধিক। ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসেবে গ্রেফতার হয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। জামিন পাওয়ার পর মধ্যপ্রদেশের ভোপাল আসনে বিজেপি প্রজ্ঞাকে প্রার্থী করেছিল। এক দশক ধরে চলা মামলায় ৩২৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।






















