Merlin Group: নতুন রূপ এবং আঙ্গিকে আত্মপ্রকাশ করল মার্লিন গ্ৰুপের লোগো
ABP Ananda Live: মার্লিন গ্ৰুপ, চার দশকের বেশি সময় ধরে রিয়েল এস্টেটের দুনিয়ায় নেতৃত্ব দিয়ে চলেছে। মার্লিন গ্ৰুপ সর্বদাই তাদের উদ্ভাবন প্রক্রিয়া, গুণমান এবং গ্রাহক সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখে। সেই কারণেই মার্লিন গ্ৰুপ ক্রেতা এবং বিনিয়োগকারীদের কাছে প্রথম পছন্দ। সম্প্রতি নতুন রূপ এবং আঙ্গিক আত্মপ্রকাশ করেছে মার্লিন গ্ৰুপের লোগো। এই প্রসঙ্গে সংস্থার চেয়ারম্যান সুশীল মোহতা জানান, 'এই নতুন লোগো আমাদের উজ্জীবিত করবে। গ্রাহক সন্তুষ্টি এবং গুণগত মানের ক্ষেত্রে আমরা যে কোন আপোষ করি না তা নিশ্চিত করে।' সংস্থার নতুন লোগো প্রসঙ্গে মার্লিন গ্ৰুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা বলেন, 'সংস্থার এই নতুন লোগো গ্রাহক সন্তুষ্টির বিষয়ে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ করবে বলেই আমার বিশ্বাস।'






















