বড়সড় সাফল্য উপকূলরক্ষী বাহিনীর, মাঝ সমুদ্রে উদ্ধার আনুমানিক ৩ হাজার কোটি টাকার মাদক
লাক্ষ্মাদ্বীপ দ্বীপপুঞ্জের কাছে কোস্টগার্ডের জাহাজ এবং বিমানে অনুসন্ধান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী । ১৮ মার্চ ২১-এ, আইসিজি ইউনিট টহল দিয়ে মিনিকয় দ্বীপপুঞ্জের কাছ থেকে তিনটি সন্দেহজনক নৌকা সনাক্ত করে এবং সেগুলিকে বাধা দেয়। পোস্ট বোর্ডিং, ক্রুদের জিজ্ঞাসাবাদ করে তাদের বক্তব্যে সন্দেহ হয় অফিসারদের। এরপর তল্লাশি চালিয়ে , শ্রীলঙ্কার ফিশিং বোট রবিহানসি থেকে ১০০০ গ্রেড রাউন্ড সহ উচ্চমানের ৩০০ কেজি হেরোইন এবং ৫ টা একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০০০ কোটি টাকা। ১৯ জন ক্রু সহ তিনটি নৌকোই আরও যৌথ তদন্তের জন্য কেরলের ভিঝিনজামে নিয়ে যাওয়া হয়েছে।






















