এক্সপ্লোর
Cyber Kidnapping:'সাইবার কিডন্যাপিং' কী? কী ভাবে আটকাবেন, জানেন তো?
Cyber Crime:এও এক ধরনের 'কিডন্যাপিং', তবে বাস্তবে নয়। ভার্চুয়ালি। অর্থাৎ সবটা হবে সাইবার-জগতে। সেখানেই ভয় দেখিয়ে, বিপুল অঙ্কের অর্থ হাতাবে অপরাধীরা। নতুন ধরনের এই অপরাধের নাম 'সাইবার কিডন্যাপিং'।
'সাইবার কিডন্যাপিং' কী? কী ভাবে আটকাবেন, জানেন তো?
1/8

এও এক ধরনের 'কিডন্যাপিং', তবে বাস্তবে নয়। ভার্চুয়ালি। অর্থাৎ সবটা হবে সাইবার-জগতে। সেখানেই ভয় দেখিয়ে, বিপুল অঙ্কের অর্থ হাতাবে অপরাধীরা। একেবারে নতুন ধরনের এই অপরাধের নাম 'সাইবার কিডন্যাপিং'। কোনও গাঁজাখুরি গল্প নয়। হালে আমেরিকার এক চিনা পড়ুয়ার সঙ্গেই এমন ঘটনা ঘটেছে।
2/8

ছাত্রের নাম Kai Zhuang। ১৭ বছরের ওই কিশোর আমেরিকার উটাহ প্রদেশের যে হাইস্কুলে লেখাপড়া করত, সেই স্কুলই বাড়ির লোককে জানায় যে সে 'মিসিং।' পরে, গভীর জঙ্গলের ভিতর, একটি তাঁবু থেকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। কিন্তু কী ভাবে সেখানে পৌঁছল Kai?
Published at : 04 Jan 2024 09:13 PM (IST)
আরও দেখুন






















