এক্সপ্লোর
Panchayat Election: পঞ্চায়েত ভোটের আগে আবারও বোমায় রক্তাক্ত হল শৈশব
পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে আবারও বোমায় রক্তাক্ত হল শৈশব। মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলার (Lalgola) নয়াগ্রামে বোমা ফেটে জখম হল চার বছরের শিশু (Child)। মতিফুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে পড়েছিল বোমা (Bomb)। তাঁর স্ত্রী ঝাড়ু দিতে গেলে একটি বোমা ফেটে যায়। বিস্ফোরণে (Blast) আহত হয় তাঁর ৪ বছরের ছেলে। বোমা মজুত ছিল ? নাকি কেউ রেখে গিয়েছিল? তদন্তে পুলিশ।
আরও দেখুন






















