7tay Bangla (Seg2): রেফার রোগে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর, সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, হাসপাতাল সুপারদের চিঠি। Bangla News
একলাফে অনেকটাই দাম কমল কোভ্যাকসিন, কোভিশিল্ডের । ১২০০ টাকা থেকে কমে কোভ্যাকসিনের দাম হচ্ছে ২২৫ টাকা। বেসরকারি হাসপাতালে ২২৫ টাকায় মিলবে কোভ্যাক্সিন, জানাল ভারত বায়োটেক। ‘বেসরকারি হাসপাতালে ২২৫ টাকাতেই মিলবে কোভিশিল্ড’। ৬০০ টাকা থেকে কমে ২২৫ টাকায় মিলবে কোভিশিল্ড, জানাল সিরাম
সোমবার থেকে ১৮ ঊধ্বর্দের বুস্টার ডোজ, প্রাথমিক সিদ্ধান্ত বেসরকারি হাসপাতালের। বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক স্বাস্থ্য দফতরের। ‘পুরনো দামেই কোভ্যাকসিন ও কোভিশিল্ডের বুস্টার ডোজ’। বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের বৈঠকে সিদ্ধান্ত।
হাসপাতালে হাসপাতালে রেফার রোগ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, হাসপাতাল সুপারদের চিঠি। জেলাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদেরও চিঠি স্বাস্থ্য দফতরের। ৩৯টি হাসপাতাল থেকে ৭ শতাংশেরও বেশি রোগী রেফার। ২১টি হাসপাতাল থেকে ১০ শতাংশের বেশি রোগী রেফার। রেফার রোগ নিয়ে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতর। বিষয়টি পর্যালোচনার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ