8 AM Show: সাতসকালেই শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বাড়িতে ইডি, সরব বিরোধীরা। Bangla News
সাতসকালে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। তল্লাশির পাশাপাশি শিবসেনা সাংসদকে বাড়িতেই জিজ্ঞাসাবাদ ইডি-র আধিকারিকদের। সকাল ৭টা নাগাদ শিবসেনা সাংসদের বাড়িতে হানা দেয় ইডি। এই অভিযানের প্রতিবাদ জানাতে সঞ্জয় রাউতের বাড়ির বাইরে জড়ো হন অনুগামীরা। শুরু হয় বিক্ষোভ। ইডি-র জিজ্ঞাসাবাদের মাঝেই ট্যুইট করেন সঞ্জয় রাউত। শিবসেনা সাংসদ লেখেন, তবু শিবসেনা ছাড়ব না। মহারাষ্ট্র ও শিবসেনা লড়াই চালিয়ে যাবে।
হাওড়ার পাঁচলায় গাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় থানায় রাতভর জিজ্ঞাসাবাদ ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে। পুলিশ সূত্রে খবর, টাকার উত্স নিয়ে এখনও মুখ খোলেননি জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি, খিজরির কংগ্রেস বিধায়ক রাজেশ কাচ্ছাপ ও কোঙারি কোলেবিড়ার বিধায়ক নমন বিক্সল। ৩ বিধায়ককে রাতে জিজ্ঞাসাবাদ করে হাওড়া গ্রামীণ পুলিশ ও সিআইডি। আয়কর দফতরের তরফেও জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে মক্কেলদের সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন ৩ বিধায়কের আইনজীবী। রবিবার সকালে ইরফান আনসারির পরিবারের সদস্যরা রাজ্যে পৌ